Site icon Jamuna Television

টুইটারের বেহাল দশা; সদর দফতরে নেই টয়লেট পেপার, বন্ধ রান্নাঘর

ছবি: সংগৃহীত

খুব বেহাল অবস্থা টুইটার সদর দফতরের। দফতরের বাথরুমে নেই টয়লেট পেপার, বন্ধ রান্নাঘর, এমনকি এর ভাড়াও বাকি। খবর গালফ নিউজ’র।

প্রতিবেদনে বলা হয়, টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি যেভাবে ট্যুইটার পরিচালনা করতেন, কোম্পানিটি আর সে অবস্থায় নেই। গত বছর কিনে নেয়ার পর থেকে কোম্পানি ও তার কর্মীদের জন্য নানা পরিবর্তন আনেন বর্তমান মালিক ইলন মাস্ক।

টুইটারের আয় কমে গিয়েছে, বিজ্ঞাপন কমেছে। দায়িত্ব নেয়ার পরে এর কর্মী ও খোদ কোম্পানির জন্য মাস্ক বেশ কিছু পরিবর্তন নিয়ে আসেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, সেই সব পরিবর্তনের জেরেই টুইটারের এমন বেহাল দশা।

প্রথম দফায় মাস্ক সদর দফতর এবং দেশের বাইরের শাখা মিলিয়ে অর্ধেকেরও বেশি কর্মী ছাঁটাই করেন। নিয়মিত কর্মী ছাঁটাই যখন চলছিল তখন অসংখ্য কর্মী ক্ষতিপূরণ নিয়ে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন।

এরপর টাকা বাঁচাতে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং হাউসকিপিংদেরও ছাঁটাই করেন মাস্ক। কর্মীদেরই নিজেদের টয়লেট পেপার কিনে আনতে হচ্ছে।

সব মিলিয়ে বলা যায়, মাস্ক ও টুইটার উভয়েই এখন কঠিন সময় পার করছে। প্রতিদিনই কোম্পানির অবস্থা আগের চেয়ে খারাপ হচ্ছে।

/এনএএস

Exit mobile version