Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, ‘নাটকীয়ভাবে’ প্রাণে বাঁচলেন ৪ আরোহী

ছবি: সংগৃহীত

গাড়ি নিয়ে পাহাড় থেকে পড়েও নাটকীয়ভাবে প্রাণে বেঁচে গেলেন চার আরোহী। সোমবার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। খবর দ্য গার্ডিয়ান’র।

কর্তৃপক্ষ জানায়, সান মাতেও কাউন্টির পাহাড় থেকে খাঁদে পড়ে যায় গাড়িটি। সে সময় যানটিতে দুই শিশুসহ মোট চার আরোহী ছিলেন।

খবর পেয়ে দুর্ঘটনার পর পরই হেলিকপ্টার নিয়ে রুদ্ধশ্বাস অভিযানে নামে ফায়ার সার্ভিস। দীর্ঘ অভিযান শেষে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় চারজনকেই।

উদ্ধারকর্মীরা জানান, খাড়াভাবে না পড়ায় দুমড়ে মুচড়ে যায়নি গাড়িটি। এতেই প্রাণ রক্ষা পায় চার আরোহীর। ভুক্তভোগীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে।

/এনএএস

Exit mobile version