Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার ( ৪ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রলীগ ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সংগঠনটির নেতারা এ সময় বলেন, আগামীতে যেকোনো অপশক্তি রুখে দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে থাকবে ছাত্রলীগ। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে ছাত্রলীগ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

/এমএন

Exit mobile version