Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শীতকালীন ঝড়ের তান্ডব

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টর্নেডো। মঙ্গলবার (৩ জানুয়ারি) আটটি টর্নেডো আঘাত করেছে দেশটির দক্ষিণাঞ্চলে। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্যাকসন প্যারিসের ওপর দিয়ে যাওয়া টর্নেডোর ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজ ঘুরে বেড়াচ্ছে। উপড়ে পড়েছে বহু গাছপালা। বিধ্বস্ত হয় ঘরবাড়িও। যাত্রাপথে থাকা বহু যানবাহন ধ্বংস করে এই টর্নেডো। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সংযোগ।

দক্ষিণাঞ্চলে আরও টর্নেডোর পূর্বাভাস দেয়া হয়েছে। লুইজিয়ানাসহ মিসিসিপি, অ্যালাবামা ও জর্জিয়াতেও জারি হয়েছে সতর্কতা। বড় ধরনের শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলও।

/এমএন

Exit mobile version