Site icon Jamuna Television

রোজায় পণ্যের সংকট হবে না, এলসি খোলায় ব্যাংক সহায়তা করবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি।

রোজায় পণ্যের সংকট হবে না। ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

পণ্যমূল্য সহনীয় ও আমদানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (৪ জানুয়ারি) সকালে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠকে বসে। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হওয়া এই বৈঠক শেষে এদিন দুপুরে তিনি এ কথা জানান।

টিপু মুনশি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে ‘ডলার কোটা’ নির্ধারণ করে দেবার দিকটি বিবেচনা করছে। আসন্ন রমজান মাসে পণ্যের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, রোজার মাসে ভোজ্যতেল, চিনি, মশুর ডালসহ কয়েকটি পণ্যমূল্য সহনীয় রাখতে এখন থেকেই উদ্যোগ নিতে হবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে পণ্যমূল্য পর্যালোচনা, আমদানি পরিস্থিতি যাচাই, স্থানীয় বাজারে পণ্যের মজুদের বিষয়ে এ সভায় আলোচনা হয়েছে। তাতে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

/এমএন

Exit mobile version