Site icon Jamuna Television

হাওয়াইয়ে আগ্নেয়গিরির লাভায় আহত ২৩

হাওয়াইয়ে আগ্নেয়গিরির লাভায় আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। সোমবার আগ্নেয়গিরির হঠাৎ লাভা উদগীরণের ফলে দুর্ঘটনায় পড়ে একটি পর্যটকবাহী প্রমোদতরী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মে মাস থেকে কিলাওয়া আগ্নেয়গিরি থেকে লাভার উদগীরণ হচ্ছে। প্রমোদতরীতে সে দৃশ্য উপভোগে যায় একদল পর্যটক। হঠাৎ আগ্নেয়গিরি বিস্ফোরণ হলে ছাই ও লাভা ছড়িয়ে পড়ে বাতাসে। যা প্রমোদতরীর ওপর এসে পড়ে।

পর্যটকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসায় জন্য পাঠানো হয়েছে। আপাতত সবাই শঙ্কামুক্ত হলেও দুজনের আঘাত গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা। কর্তৃপক্ষ বলছে, লাভা পানিতে পড়ায় তৈরি হচ্ছে ধোঁয়া, যা বাতাসে ছড়াচ্ছে ক্ষতিকর গ্যাস।

Exit mobile version