Site icon Jamuna Television

নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরের রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, বর্তমান রাষ্ট্রপতি দুই মেয়াদে ক্ষমতায় থেকেছেন। তাই সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারবেন না। এ জন্য রাষ্ট্রপতি হিসেব নতুন কাউকে নির্বাচিত করতে হবে বলেও জানান তিনি।

এ সময় বিএনপির উচ্চপদস্থ নেতাদের জামিনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালতের কাজে আইন মন্ত্রণালয় কোনো হস্তক্ষেপ করছে না। এ বিষয়ে আদালত যে সিদ্ধান্ত নিবে তা মেনে নিতে হবে সবাইকে। তাই আদালত যদি মনে করেন জামিন দেয়া যাবে, তাহলে দেবেন। না মনে হলে দেবেন না বলে জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version