Site icon Jamuna Television

এপোলো-৭ মিশনের সর্বশেষ সদস্য কানিংহাম মারা গেছেন

মারা গেলেন এপোলো সেভেন মিশনের সবশেষ সদস্য ওয়াল্টার কানিংহাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। এই মিশনে অংশ নেয়া মহাকাশচারীদের মধ্যে তিনিই বেঁচে ছিলেন। খবর বার্তা সংস্থা এপির।

মঙ্গলবার হিউস্টোনের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।এপোলো ৭ ছিল পৃথিবীর কক্ষপথ থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হওয়া প্রথম মানববাহী মহাকাশ অভিযান।

কানিংহামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নাসা এক বিবৃতিতে জানায়, বিশ্ব একজন সত্যিকার নায়ককে হারালো। মহাকাশ গবেষণায় তার অবদান আমরা মনে রাখবো।

ওয়াল্টার কানিংহাম যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ক্রেস্টনে জন্মগ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ডিগ্রি অর্জন করে যোগ দেন নাসায়। বেসামরিক কর্মকর্তা হিসেবে কাজ করার সময় নির্বাচিত হন এপোলো মিশনে।

ইউএইচ/

Exit mobile version