Site icon Jamuna Television

ধ্বংসাত্মক কাজের বিষয়ে সর্তক থাকতে হবে: পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নের বিরুদ্ধে কেউ যাতে ধ্বংসাত্মক কাজ করতে না পারে সে বিষয়ে সর্তক থাকতে হবে, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৪ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্মতাদের উদ্দেশে ভাষণ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, গত ১৪ বছরে বাংলাদেশে বিশাল পরিবর্তন এসেছে। করোনা ও বিশ্বমন্দার মাঝে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখা কঠিন বিষয় হলেও সরকার তা সফলভাবে বাস্তবায়ন করেছে।

দেশের অগ্রযাত্রা কেউ যাতে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সর্তক থাকতেও পুলিশ বাহিনীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

/এমএন

Exit mobile version