Site icon Jamuna Television

বিপিএলের যা-তা অবস্থা, দায়িত্ব পেলে ২ মাসে সব বদলে দিতাম: সাকিব

বিপিএলের যা-তা অবস্থায়, দায়িত্ব পেলে ১ থেকে ২ মাসের মধ্যে টুর্নামেন্টের চেহারা বদলে দিতাম। টুর্নামেন্ট শুরুর ২ দিন আগে এমন মন্তব্য করেছেন সাকিব আল হাসান।

বুধবার (৪ জানুয়ারি) গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে একদিনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) দায়িত্ব নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

সাকিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ৬ জানুয়ারি শুরু বিপিএল আয়োজনে যদি সিইও হতেন তাহলে কী ভূমিকা রাখতেন? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমাকে যদি বিপিএলের সিইওর দায়িত্ব দেয়া হয়, আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা, ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে।

সাকিব আরও বলেন, ১৬ থেকে ২০ কোটি মানুষের দেশে একটি পছন্দের খেলার বাজার থাকবে না এটাতো বিশ্বাস করা কঠিন। এটা খুবই দুঃখজনক। আমি অন্তত এটা বিশ্বাস করি না। আমার ধারণা, এটা মার্কেটংয়ের জায়গা থেকে অবশ্যই বড় একটা ব্যর্থতা। যে কারণেই আমরা আসলে একটা বাজার তৈরি করতে পারিনি।

ইউএইচ/

Exit mobile version