Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নূপুর নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও বারোজন যাত্রী। আজ মঙ্গলবার বিকালে (সাড়ে ৩টা) সদর উপজেলা বড় খোঁচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুপুর বালিয়াডাঙ্গী উপজেলা মোহাম্মদ নবীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা জনতা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নুপুরকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং অন্যান্য আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুব্রত কুমার সেন জানান, আহত ব্যাক্তিদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Exit mobile version