Site icon Jamuna Television

দুবাইয়ে লটারিতে ৯৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি গাড়িচালক

ছবি: সংগৃহীত

২০২৩ সালের প্রথম বিগ টিকিট র‍্যাফেল ড্রতে ৩৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৯৮ কোটি টাকা) জিতেছেন বাংলাদেশি প্রবাসী গাড়িচালক। খবর খালিজ টাইমস’র।

প্রতিবেদনে বলা হয়, ওই প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ রাইফুল। সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বসবাস করেন তিনি। গত ১০ ডিসেম্বর এই লটারি কেনেন বাংলাদেশি চালক।

আল-আইনে এক কোম্পানিতে পিকআপ চালক হিসেবে কাজ করেন রাইফুল। গত ৯ বছর ধরে লটারি কিনে আসছেন তিনি। সবশেষ অনলাইনে ২০ জন বন্ধুর সাথে যৌথভাবে টিকেট কেনেন প্রবাসী বাংলাদেশি। ফলে তারাও এই পুরস্কারের অর্থ পাবেন।

/এনএএস

Exit mobile version