Site icon Jamuna Television

নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্যদের স্বাগত জানালো জাতিসংঘ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্যরা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্যদের স্বাগত জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সদস্যপদ দেয়া হয় নতুন পাঁচ রাষ্ট্রকে। দেশগুলো হলো- জাপান, ইকুয়েডর, মাল্টা, মোজাম্বিক এবং সুইজারল্যান্ড।

নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্যদের পদের মেয়াদকাল ২০২৪ সাল পর্যন্ত। এদের মধ্যে সুইজারল্যান্ড ও মোজাম্বিক এবারই প্রথমবার পেলো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ। এদিন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজের অঙ্গীকার করেন প্রতিনিধিরা। একই সাথে ইউক্রেন ইস্যু নিয়েও জানান উদ্বেগ।

/এসএইচ

Exit mobile version