
৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করছে মিয়ানমার। বুধবার (৪ জানুয়ারি) রাজধানী নেইপিদোতে জমকালো প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আয়োজন। এ দিন মিয়ানমারের জান্তা সরকার প্রধান ঘোষণা দিলেন, এ উপলক্ষে ৭ হাজার ১২ বন্দিকে মুক্তি দেবে তার সরকার। খবর রয়টার্সের।
প্রায় ২ বছর আগে শান্তিতে নোবেল বিজয়ী অং সাং সূচিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে জান্তা সরকার। এরপরই বিদেশি নিষেধাজ্ঞার মুখে পড়ে নতুন সরকার। এ সময় তার বক্তব্যে বেশ কিছু দেশের বিরুদ্ধে মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ তোলেন তিনি। মিয়ানমারের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর প্রতি জানান কৃতজ্ঞতা। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়নের ইঙ্গিতও দেন জান্তাপ্রধান।
তিনি বলেন, আমরা প্রতিবেশী দেশ, বিশেষ করে চীন, ভারত, বাংলাদেশের সাথে সীমান্তের স্থিতিশীলতা নিয়ে নিবিড়ভাবে কাজ করছি।
এর আগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেদেশের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সূচিকে আটকের পর রাজনৈতিক টালমাটালের মধ্যে পড়ে দেশটি। এসবের মাঝে আটক এবং বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ।
এটিএম/



Leave a reply