Site icon Jamuna Television

আগামী ৩-৪ দিন দেশে এমন শীত ও কুয়াশা থাকবে: আবহাওয়া অধিদফতর

ফাইল ছবি।

কনকনে ঠাণ্ডা আর ঘন কুয়াশায় ঢাকা সারা দেশ। দিনভর দেখা নেই সূর্যের। এতে রাজধানীসহ সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। ৬৪ ভাগ আর্দ্রতা নিয়ে বাতাস বইছে ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। ভোগান্তি বেড়েছে অফিসগামী মানুষেরও। আবহাওয়া অফিস বলছে, আগামী ৩-৪ দিন এমনই থাকবে শীতের তীব্রতা।

আবহাওয়া অধিদফতর বলছে, ঘন কুয়াশা ও বাতাসের কারণে বেশি অনুভূত হচ্ছে শীত। শীতের এমন তীব্রতা থাকবে আরো তিন থেকে চারদিন।

আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান এ প্রসঙ্গে বলেন, এই ঘন কুয়াশা আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকবে। হয়তো কোথাও একটু কমতে পারে। তবে, দেশের বেশিরভাগ জায়গায়ই থাকবে মাঝারি থেকে ঘন কুয়াশা।

প্রসঙ্গত, বুধবার (৪ জানুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে; ৯ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

/এসএইচ

Exit mobile version