Site icon Jamuna Television

গাজীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে গাড়ি চাপায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু

গাজিপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দ্রুত গতির অজ্ঞাত নামা একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ছাত্রলীগ কর্মী সাকিব জানায়, দুর্ঘটনায় পরপরই দুজনকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। অপর ছাত্রলীগ কর্মী সাইদুল ইসলাম চিকিৎসাধীন রয়েছে।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. মাহবুব হাসান বলেন, নিহত মেহেদী হাসান রাহাদ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

গাজীপুর জেলা ছাত্রলীগ সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের অনুষ্ঠান দুপুরের আগেই শেষ হয়েছে। বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনায় মারা যায়। আমি হাসপাতালে যাচ্ছি। যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে। নিহত রাহাত শ্রীপুর পৌর এলাকার সাব রেজিস্ট্রি এলাকার শেখ নজরুল ইসলামের ছেলে।

এটিএম/

Exit mobile version