Site icon Jamuna Television

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তালেবানের হুমকি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে তেহরিক ই তালেবান। খবর আল জাজিরা’র।

টিটিপি এক বিবৃতিতে স্পষ্টভাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির নাম নিয়েছে। প্রতিবেশী দেশ আফগানিস্তানের তালেবানের সাথে আদর্শগত মিল রয়েছে পাকিস্তান তালেবানের।

টিটিপি মুখপাত্র মুহাম্মদ খোরাসানি এক বিবৃতিতে বলেছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা। কিন্তু এই দুই দল যদি তাদের অবস্থানে অনড় থাকে তাহলে এই দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

/এনএএস

Exit mobile version