Site icon Jamuna Television

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালো এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি

ছবি: সংগৃহীত

২০২৩ সালের পবিত্র রমজান মাস ২৩ মার্চ থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। খবর খালিজ টাইমস’র।

প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি হিসেব অনুযায়ী ২০২৩ সালের রমজান মাস আগামী ২৩ মার্চ শুরু হতে পারে। এবং এ বছরের রমজান মাস ২৯ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পবিত্র ঈদুল ফিতর হবে আগামী ২১ এপ্রিল।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান একটি ভিডিওতে সম্ভাব্য তারিখগুলি প্রকাশ করেছেন।

এছাড়া চলতি বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে দু’টি চন্দ্রগ্রহণ দেখা যাবে বলেও জানিয়েছেন ইব্রাহিম আল জারওয়ান।

/এনএএস

Exit mobile version