Site icon Jamuna Television

উত্তরপ্রদেশে অপারেশনের পর রোগীর পেটের ভিতর পাওয়া গেলো ডাক্তারের গামছা

ছবি: সংগৃহীত

অপারেশনের পর রোগীর পেটের ভিতর পাওয়া গেলো ডাক্তারের গামছা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়, প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে উত্তরপ্রদেশের আমরোহার খেরি গ্রামের এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তার অপারেশন শেষে সেই ডাক্তার রোগীর পেটের ভেতরে গামছা ফেলে রেখেই সেলাই করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ডাক্তারের নাম মাতলুব। জানা যায়, ডাক্তার মাতলুব সাইফি নার্সিং হোমে অপারেশন করার পরে রোগী নাজরানার পেটে গামছা রেখেই সেলাই করেন।

অপারেশনের পর একপর্যায়ে ভুক্তভোগী নারী তলপেটে ব্যথার কথা জানানোর পর অভিযুক্ত ডাক্তার তাকে আরও পাঁচদিন ভর্তি করে রাখেন এবং বাইরে ঠাণ্ডার কারণে পেটে ব্যথা হচ্ছে বলে জানান।

পরে হাসপাতাল থেকে বাড়িতে আসার পরেও স্বাস্থ্যের উন্নতি না হলে তার স্বামী অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। আর সেখানেই তারা পেট ব্যথার সঠিক কারণ সম্পর্কে জানতে পারেন এবং আরেকটি অপারেশনের পরে পেটের ভেতর থেকে গামছাটি সরিয়ে নেয়া হয়।

/এনএএস

Exit mobile version