Site icon Jamuna Television

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত সুসম্পর্কে ব্যত্যয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ছবি।

বাংলাদেশ-ভারত সুসম্পর্কের ওপর সুবিচারে ব্যত্যয় করে সীমান্ত হত্যা, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, নীতিগতভাবে ভারত সরকারের সদিচ্ছার অভাব না থাকলেও কার্যকরী স্তরে কাজ করার জায়গা আছে। সীমান্ত হত্যা নিয়ে বরাবরই ভারতকে উদ্বেগ জানিয়ে আসছে বাংলাদেশ। ঢাকা আশা করে প্রতিশ্রুতি অনুযায়ী এ ধরনের হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনবে দিল্লি।

এটিএম/

Exit mobile version