Site icon Jamuna Television

গাজীপুরে শপিং মলের লিফটের গর্তে পড়ে প্রাণ গেল যুবকের

নিহত রাকিব মিয়া।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে নির্মাণাধীন একটি শপিং মলের লিফটের গর্তে পড়ে নিহত যুবক রাকিব মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকার টাউন হল নামে শপিং মলের নির্মাণাধীন লিফটের পাশে মুঠোফোনে কথা বলার সময় নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

নিহত রাকিব ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বড়কাশর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের একটি কলেজে পড়াশোনার পাশাপাশি রেনেটা নামে একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

টাউন হল শপিং কমপ্লেক্সের মালিক আব্দুল বাতেন সরকার জানান, লিফটের গর্তে এক যুবক পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে মৃত্যুর বিষয়টি জানাতে পারি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ওই যুবকের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল। চারতলা থেকে নিচে পড়ে তার কোমর ভেঙে গিয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

এএআর/

Exit mobile version