Site icon Jamuna Television

১১ ডিগ্রিতে নেমেছে লালমনিরহাটের তাপমাত্রা

লালমনিরহাটে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রী সেলসিয়াস।

লালমনিরহাট প্রতিনিধি:

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমে নেমেছে ১১ ডিগ্রিতে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশার দাপটে নাকাল খেটে খাওয়া মানুষ। গত কয়েকদিন ধরে বেলা ১১টার আগে সূর্যের আলোর দেখা মিলছে না জেলাজুড়ে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতের সাথে বইছে হিমেল হাওয়া। শীত ও হাওয়ার মিশ্রণে জবুথবু অবস্থা ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের। এছাড়া, এমন বিরূপ আবহাওয়ার কারণে হাসপাতালগুলোতে বাড়ছে সর্দি, কাশি ও জ্বরসহ ডান্ডাজনিত রোগীর সংখ্যা।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই নিম্নমুখিতার কারণে তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত এ জেলার ৭২টি চরাঞ্চলের মানুষজন পড়েছে চরম বিপাকে।

এদিকে, শীতার্ত দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন জেলা ও উপজেলা প্রশাসন। তবে ভুক্তভোগী মানুষের প্রয়োজনের তুলনায় তা খুবই নগন্য বলে জানিয়েছে তারা।

এএআর/

Exit mobile version