Site icon Jamuna Television

তিন সপ্তাহ কারাবাসের পর মুক্তি পেলেন ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানেহ আলিদুস্তি

তিন সপ্তাহ কারাবাসের পর মুক্তি পেলেন ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। বুধবার (৪ জানুয়ারি) দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে। খবর রয়টার্সের।

এদিন তেহরানের কারাগার থেকে বের হবার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রীর কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে। তারানেহ আলিদুস্তির আইনজীবী জানান, জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।

ইরানে সরকারবিরোধী আন্দোলনে সমর্থন দেয়ায় গেলো ১৭ ডিসেম্বর গ্রেফতার হন আলিদুস্তি। ইনস্টাগ্রাম পোস্টের জেরে তার বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ তোলে প্রশাসন।

/এমএন

Exit mobile version