Site icon Jamuna Television

গার্ড অব অনার দিয়ে মেসিকে রাজকীয় অভ্যর্থনা পিএসজির

ছুটি কাটিয়ে প্যারিসে ফিরেছেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের ১৭ দিন পর পিএসজিতে ফিরলেন তিনি। জীবন্ত এই কিংবদন্তিকে বরণ করে নিতে এক রাজকীয় অভ্যর্থনার আয়োজন করে পিএসজি। গার্ড অব অনারও দেয়া হয় তাকে, হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্যারিসে ফিরলেও অনুশীলনে যোগ দেন বুধবার। প্যারিসে ফিরে দীর্ঘদিন পর প্রিয় বন্ধু নেইমারের সাথে আড্ডাও জমিয়েছেন মেসি।

এমন ভালোবাসায় সকলের অভিবাদনের জবাব দেন মেসি। ক্লাবের পক্ষ থেকে তার হাতে তুলে দেয়া সম্মাননা স্মারক। উষ্ণ অভ্যর্থনার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই আর্জেন্টাইন।

মেসি বলেন, এখানে ফিরে সতীর্থসহ কোচিং স্টাফদের সকলের ভালোবাসায় আমি সত্যি খুব খুশি। তাদের এমন সমর্থন আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। ক্লাব থেকে যে অভ্যর্থনা দেয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কেবল ভালোবাসাতেই গা ভাসাতে চান না মেসি। দ্রুততম সময়ে পিএসজির জার্সিতে ফিরতে চান মাঠে। বলেন, মাঠে ফেরার জন্য আমি নিজেকে প্রস্তুত করে ফেলবো। অনুশীলনে মানিয়ে নিতে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি আমি। যখন কোচ আমাকে পুরোপুরি প্রস্তুত মনে করবেন, দলে যোগ দিয়ে নিজের সেরাটা নিংড়ে দেবো মাঠে।

তবে সহসাই মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসির। সম্প্রতি পিএসজি কোচ জানিয়েছিলেন, পুরোপুরি ফিট হতে এই আর্জেন্টাইনের ১০ দিনের মতো সময় লেগে যেতে পারে।

এসজেড/

Exit mobile version