Site icon Jamuna Television

সোমালিয়ায় ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ৩৫

ছবি : সংগৃহীত

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় একই পরিবারের আটজনসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, বুধবার (৪ জানুয়ারি) দেশটির মাহাস শহরে আল শাবাব জঙ্গিদের দুটি গাড়িবোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। সরকারি বাহিনী এবং মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো গত বছর বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল থেকে তাদের সরিয়ে দিতে শুরু করার পর এসব হামলা চালাচ্ছে তারা।

হিরশাবেল প্রদেশ পুলিশের উপ-কমিশনার হাসান কাফি মোহাম্মদ ইব্রাহিম জানান, মৃতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তারা নারী ও শিশু। হামলায় ৯ সদস্যের একটি পরিবার থেকে মাত্র একটি শিশু বেঁচে গেছে। অন্যান্য পরিবারও তাদের অর্ধেক সদস্যকে হারিয়েছে। দুটি আত্মঘাতী গাড়িবোমা অনেক বেসামরিক বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে।

মাহাস জেলা কমিশনার মুমিন মোহাম্মদ হালানে জানান, একটি বোমা তার বাড়ি লক্ষ্য করে এবং অন্যটি ফেডারেল আইনপ্রণেতার বাড়িতে আঘাত হানে।

অন্যদিকে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আল শাবাবের মিডিয়া অফিস। তারা জানিয়েছে, ধর্মত্যাগী মিলিশিয়া ও সৈন্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় মৃতের সংখ্যা ৮৭ বলে দাবি করেছে আল শাবাব।

উল্লেখ্য, ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করে আসছে জঙ্গিগোষ্ঠী আল কায়েদার অনুসারী আল শাবাব।

এএআর/

Exit mobile version