Site icon Jamuna Television

সোনিয়া গান্ধি হাসপাতালে ভর্তি

সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি। ছবি : সংগৃহীত

ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) তিনি অসুস্থ হন। বুধবার (৪ জানুয়ারি) রুটিন চেকআপের জন্য তাকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে তাকে ভর্তি করা হয়। খবর হিন্দুস্তান টাইসমের।

খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে তিনি শাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। সোনিয়া গান্ধিকে হাসপাতালে নিয়ে যান তার মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। বর্তমানে সোনিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার উত্তর প্রদেশে ‘ভারত জোড়ো যাত্রা’য় যান রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি। পরে ৭ কিলোমিটার হাঁটার পর নয়াদিল্লি ফিরে আসেন। উত্তর প্রদেশের বাগপতের মাভিকালানে যাত্রাবিরতির পর বুধবার সকাল ৬টায় আবারও শুরু হয় যাত্রা। মায়ের অসুস্থতার খবরে প্রিয়াঙ্কা ফিরে আসেন। রাহুল পুনরায় যাত্রায় যোগ দেন।

উল্লেখ্যম এবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন সোনিয়া গান্ধি। এর আগে গত বছরের ১২ জুন করোনার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এএআর/

Exit mobile version