Site icon Jamuna Television

মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ হওয়ার পর বাতিল করতে পারবে না জামুকা: হাইকোর্ট

মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ হওয়ার পরে যাচাইবাছাই করে তা আর বাতিল করতে পারবে না জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মুক্তিযোদ্ধার সন্তানরা এ রায়ে খুশি । তারা বলছেন, এ বিজয় সকল মুক্তিযোদ্ধাদের বিজয়।

হাইকোর্ট রায়ে উল্লেখ করেন, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদেরকে সাব কমিটির মাধ্যমে যাচাইবাছাই করে তাদের গেজেট বাতিলের সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার জামুকার নেই।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ২৪ জন মুক্তিযোদ্ধাকে যাচাইবাছাই করে জামুকা বাতিলের সুপারিশ করে। যারা নৌ কমান্ড হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে এই সুপারিশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আসলে জামুকার সুপারিশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

/এমএন

Exit mobile version