Site icon Jamuna Television

স্মার্ট বাংলাদেশের সঙ্গে মিলিয়ে সেনাবাহিনীকে আরও স্মার্ট করা হবে: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ফাইল ছবি।

স্মার্ট বাংলাদেশের সঙ্গে মিলিয়ে সেনাবাহিনীকে আরও স্মার্ট করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে শীতকালীন প্রশিক্ষণের সমাপনী শেষে এ কথা জানান সেনাপ্রধান। বলেন, ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে বাহিনীর গতিশীলতা বাড়ানো হচ্ছে। জনগণের আস্থা-ই সেনাবাহিনীর অস্তিত্ব।

সেখানে সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো লজিষ্টিকস ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ করে। যেখানে সাম্প্রতিককালের অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করা হয়। শীতকালীন মহড়ায় সেনাবাহিনী নিজেদের দক্ষতা আর সক্ষমতা যাচাই করে নেয়। চূড়ান্ত মহড়ায় ব্যবহার করা হয় ট্যাংকারসহ আধুনিক গোলাবারুদ ও অস্ত্র।

/এমএন

Exit mobile version