Site icon Jamuna Television

বাড়ি ফেরা হলো না বিমানবন্দর ট্রাফিক হেলপারের

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

ঢাকা বিমানবন্দরে ট্রাফিক হেলপার হিসেবে কর্মরত ছিলেন ছানোয়ার হোসেন (৩৫)। ঢাকা বিমানবন্দর থেকে মোটরসাইকেল চালিয়ে সকালে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়ি আর ফেরা হলো না তার। সড়কে ঝরে গেল তার প্রাণ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলের পাকুটিয়া বাসস্ট্যান্ডে পেছন থেকে ট্রাকের ধাক্কায় প্রাণ যায় তার। নিহত ছানোয়ারের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার জানোকিপুর গ্রামে। তার বাবার নাম শহিদুর হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাকুটিয়া বাসস্ট্যান্ডে একটি ট্রাক দাঁড়ানো ছিল। সেই ট্রাককে মোটরসাইকেল চালক ওভারটেকিং করতে যান। এরই মধ্যে দ্রুতগতির অপর একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সামনে দাঁড়ানো থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইউএইচ/

Exit mobile version