Site icon Jamuna Television

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আছে যারা

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা আর আফগানিস্তান। অন্যদিকে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ২০২৩ সাল এবং ২০২৪ সালের ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ওই ক্যালেন্ডার অনুযায়ী, বিশ্বকাপের ঠিক আগে আগামী সেপ্টেম্বরে ৫০ ওভারের এশিয়া কাপ হতে চলেছে।

এশিয়া কাপে মোট ৬টি দল খেলবে। দুই গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। গ্রুপ ‘এ’ তে আছে ভারত, পাকিস্তান এবং ‘কোয়ালিফায়ার ১। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

এ বছরের এশিয়া কাপটি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কথা জানিয়ে জয় শাহ জানান, নিরপেক্ষ ভেন্যুতে হবে টুর্নামেন্টটি। তবে কোন ভেন্যুতে সেটি এখনো পরিষ্কার হয়নি।

/এনএএস

Exit mobile version