Site icon Jamuna Television

ঝিনাইদহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে যুবলীগ নেতা নয়ন হত্যাচেষ্টার অন্যতম আসামি সন্ত্রাসী এনামুল কবির বিপ্লবকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শরিফুল বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গেল মাসের ২৮ তারিখ সন্ধ্যায় সদর উপজেলার বয়ড়াতলা ফকিরপাড়া এলাকায় যুবলীগ নেতা নয়ন ইসলাম ও বাবুল আক্তারকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। সেই ঘটনায় নয়নের পিতা জাহাঙ্গীর আলম সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলার পলাতক আসামি এনামুল কবির বিপ্লব ঢাকার মহাখালী এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে র‌্যাব। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আহত নয়নের পিতা জাহাঙ্গীর আলম বলেন, ইতোপূর্বে সন্ত্রাসী বিপ্লব এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে গেলেও প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় সে দিনদিন আরও বেপরোয়া হয়ে উঠেছিল। আমার ছেলে নয়নকে যারা কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। তাদের মধ্যে বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

ইউএইচ/

Exit mobile version