Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে শিক্ষার্থী জেসি হত্যাকাণ্ডে বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী জেসি মাহমুদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্বজন ও স্কুলছাত্রীরা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের সরকারি এভিজেএম বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় জড়িতদের সর্বোচ্চ বিচার ও ফাঁসির দাবি জানায় বিক্ষোভ ও মানববন্ধনকারীরা। তারা জানায়, অভিযুক্ত বন্ধু বিজয়সহ বাকিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের কোর্টগাও এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে স্কুলছাত্রী জেসি মাহমুদকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে গুরুতর আহত করে বন্ধু বিজয় রহমান ও তার প্রেমিকা আবিদা। পরে ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনা সাজায়। হাসপাতালে নেয়ার পথে একইদিন রাত ৮টায় মৃত্যু হয় জেসির।

ইউএইচ/

Exit mobile version