Site icon Jamuna Television

ঢাকা লিট ফেস্ট: দুই দিনে প্রদর্শিত হবে আলোচিত ৯ সিনেমা

ফাইল ছবি


বাংলা একাডেমিতে আয়োজিত চার দিনব্যাপী ঢাকা লিট ফেস্ট এর উদ্বোধনী দিনে আজ প্রদর্শিত হয়েছে তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন নির্মিত ‘পেটকাটা ষ’।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে প্রদর্শিত হয় সিরিজটি। এর আগে, নুহাশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ প্রদর্শিত হয়।

উৎসবের দ্বিতীয় দিন বাংলা একাডেমির নভেরা হলে থাকছে ছয়টি সিনেমার প্রদর্শনী। বেলা সোয়া ১১টায় অমিত আশরাফের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘কাঁঠাল’, দুপুর সাড়ে ১২টায় এলিজাবেথ ডি কস্তার প্রামাণ্যচিত্র ‘বাংলা সার্ফ গার্লস’, তিনটায় নির্মাতা হুমায়রা বিলকিসের ‘বাগানিয়া’, সোয়া চারটায় তাসমিয়াহ্ আফরিনের ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’, সাড়ে চারটায় একই নির্মাতার আরেকটি স্বল্পদৈর্ঘ্য ‘হিরোইনস ওয়ান নাইট’ ও পাঁচটায় প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’ প্রদর্শিত হবে।

এদিন প্রদর্শিত হবে ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন অভিনীত সিনেমা ‘অরনাল্ডো’; প্রদর্শনের আগে আলোচনায় অংশ নেবেন অস্কারজয়ী এ অভিনেত্রী।

/এসএইচ

Exit mobile version