Site icon Jamuna Television

চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

চবিতে শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্রুপ ভিএক্স ও সিক্সটি নাইনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩ জন। বিবাদমান গ্রুপ দুটি হলো ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন ভিএক্স ও সিক্সটি নাইন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগরী থেকে ট্রেনে ক্যাম্পাসে আসার পথে সিক্সটি নাইনের এক কর্মীকে মারধর করে ভিএক্স গ্রুপের কর্মীরা। ঘটনা জানাজানি হলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সিক্সটি নাইন গ্রুপ শাহজালাল হল এবং ভিএক্স গ্রুপ সোহরাওয়ার্দী হলে অবস্থান নিয়ে একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, ইসলামের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মামুন, হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মানিক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহ পরান। এদের মধ্যে মামুন এবং মানিক সিক্সটি নাইন গ্রুপের এবং শাহ পরান ভিএক্স গ্রুপের কর্মী বলে জানা গেছে।

আহতদের মধ্যে শাহ পরানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএআর/

Exit mobile version