Site icon Jamuna Television

সিডনি টেস্টের তৃতীয় দিনে আবারও বৃষ্টির হানা

সিডনি টেস্টের তৃতীয় দিনে আবারও হানা দিয়েছে বৃষ্টি। শেষ খবর পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৪৭৫ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ওসমান খাজা ১৯৫ ও ম্যাট রেনশো ৫ রানে অপরাজিত আছেন।

বৃষ্টি-বিঘ্নিত প্রথম দিনের সংগ্রহ ২ উইকেটে ১৪৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ৫৪ রান নিয়ে খেলতে নামা ওসমান খাজা শুরুটা করেন সাবধানে। দেখে শুনে খেলে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।

খাজাকে যোগ্য সঙ্গ দেয়া স্টিভেন স্মিথও তুলে নেন শতক। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ২০৯ রান। পরে কেশব মহারাজকে ফিরতি ক্যাচ দিয়ে ১০৪ রানে প্যাভিলিয়নে ফেরেন স্মিথ। আর ৫৯ বলে ৭০ রান করা ট্রাভিস হেড ফেরেন কাগিসো রাবাদার বলে।

এদিকে প্রথম দুই টেস্ট জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

ইউএইচ/

Exit mobile version