Site icon Jamuna Television

কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি

ইপিএলে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসির মাঠে রিয়াদ মাহারেজের একমাত্র গোলে জয় নিশ্চিত করে সিটিজেনরা।

প্রথমার্ধে একেবারেই নিষ্ক্রিয় ছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার সিটি। পরিকল্পিত আক্রমণে ব্লুজদের রক্ষণ ভাঙ্গতে থাকে সফরকারীরা। খেলার ৬৩ মিনিটে জ্যাক গ্রিলিশের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান রিয়াদ মাহারেজ।

গোল হজমের পর ম্যাচে ফিরতে পাল্টা আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি চেলসি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়েছে পেপ গার্দিওয়ালার দল।

ইউএইচ/

Exit mobile version