Site icon Jamuna Television

রেকর্ড ভাঙতে গিয়ে যেন হাড় না ভেঙে ফেলে: উমরানকে শোয়েব

ছবি: সংগৃহীত

আইপিএল থেকেই গতিতে দারুণ চমক দেখাচ্ছেন ভারতীয় পেসার উমরান মালিক। প্রতিনিয়ত বাড়ছে তার বলের গতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী ভারতীয় তারকা পেসার উমরান মালিক বলেছেন, আমি যদি ভাগ্যের সহায়তা পাই তাহলে শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেবো। তবে এই রেকর্ড নিয়ে আমি একদমই চিন্তিত নই। খবর জিনিউজ’র।

উমরান বলেন, ম্যাচের সময় কত জোরে বল করছি, সেটা বোঝা যায় না। খেলার পর জানতে পারি কত জোরে বল করেছি। মাঠে আমার লক্ষ্য থাকে সঠিক জায়গায় বল করে উইকেট তুলে নেয়া।

নিজের রেকর্ড ভাঙার বিষয়ে শোয়েব আখতার বলেন, আমি খুশি হব যদি সে আমার রেকর্ড ভাঙে, কিন্তু আমার রেকর্ড ভাঙতে গিয়ে যেন সে নিজের হাড় ভেঙে না ফেলে। আমি বলতে চাই যে তার ফিট থাকা উচিত।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৫৫ কিলোমিটার বেগে বল করেন উমরান মালিক।

/এনএএস

Exit mobile version