Site icon Jamuna Television

‘জাতিসংঘের নীতিমালা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘চরম অবজ্ঞা’ করে ইসরায়েল’

জাতিসংঘের নীতিমালা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘চরম অবজ্ঞা’ করে ইসরায়েল। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে এই অভিযোগ তোলেন ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর। বার্তা সংস্থা রয়টার্সের।

আল-আকসা মসজিদে ইহুদি মন্ত্রী বেন গাভিরের প্রবেশকে ঘিরে সম্প্রতি উত্তেজনা ছড়িয়েছে গোটা মুসলিম বিশ্বে। সেই ইস্যুতে বিবাদ মেটাতেই ছিল জরুরি বৈঠক। তাতে বাগযুদ্ধে জড়ান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিরা।

রিয়াদ মানসুরের অভিযোগ, মুসলিমদের ওপর অত্যাচার-নিপীড়ন দেখেও নিশ্চুপ বিশ্ব সম্প্রদায়। বলেন, জেরুজালেমকে পুরোপুরি দখল করে নেয়ার পায়তারা করা হচ্ছে। এমনটা হলে- নীরব থাকবে না ফিলিস্তিনিরা।

এদিকে, ইসরায়েলি প্রতিনিধি গিলাদ এরদান জানান, বহির্বিশ্বে তার দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। ইহুদিদের নিশ্চিহ্ন করতেই এ জাতিবিদ্বেষ।

রিয়াদ মানসুর আরও বলেন, ইসরায়েল ঠিক কতোটা সীমারেখা অতিক্রম করলে নিরাপত্তা পরিষদ সেটিকে অপরাধ ভাববে? যথেষ্ট হয়েছে…এইবার উপযুক্ত পদক্ষেপ নেয়া উচিৎ- কবে তা অনুভব করবে জাতিসংঘ? ফিলিস্তিনিদের জীবনাচরণ, আন্তর্জাতিক আইন এবং আল-আকসার পবিত্রতাকে চরম অবজ্ঞা করে ইসরায়েল।

ইউএইচ/

Exit mobile version