Site icon Jamuna Television

বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ মানবপাচারকারী জেকারিয়াস গ্রেফতার

ছবি: সংগৃহীত

সুদান থেকে গ্রেফতার হলো বিশ্বের মোস্ট ওয়ান্টেড মানবপাচারকারী কিদান জেকারিয়াস হেবটামরিয়াম। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ। খবর টেলিগ্রাফের।

খবরে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি আমিরাতের সহযোগিতায় সুদান পুলিশের হাতে গ্রেফতার হয় জেকারিয়াস। আপাতত তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে বিচার হবে। পরে সিদ্ধান্ত নেয়া হবে ইরিত্রিয়া সরকারের হাতে তুলে দেয়ার বিষয়ে।

এই মানবপাচারকারী দীর্ঘদিন ধরেই ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায়। অভিযোগ, লিবিয়ায় ক্যাম্প স্থাপন করে পূর্ব আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশ করানোর চেষ্টা করতেন। এছাড়া ধর্ষণ, চাঁদাবাজি, অপহরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জেকারিয়াস দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক।

ইউএইচ/

Exit mobile version