Site icon Jamuna Television

খুলনায় প্যারোলে মুক্তি পেয়ে সন্তানের জানাজায় যুবদল নেতা ইয়াকুব

খুলনা ব্যুরো:

তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে যুবদল নেতা ইয়াকুব আলী পাটোয়ারী তার ছেলের নামাজে জানাজায় শরিক হন। শুক্রবার (৬ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে নগরীর হাজী আব্দুল মালেক মসজিদ সংলগ্ন কবরস্থানের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, দুপুর একটায় খুলনা জেলা কারাগার থেকে হাতকড়া পরা অবস্থায় ইয়াকুব আলী পাটোয়ারীকে পুলিশ ভ্যানে করে হাজী মালেক মসজিদে নেয়া হয়। সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের অনুরোধে পুলিশ ইয়াকুবের হাতকড়া খুলে দেয়। এ সময় তাকে দেখার জন্য দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী ভিড় করলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

জুম্মার নামাজ আদায়ের পর জানাজায় শরীক ও পরবর্তীতে সন্তানের দাফনে অংশ নেন তিনি। পুনরায় তাকে হাতকড়া পড়িয়ে জেলহাজতে নেয়া হয়।

ইয়াকুব আলী পাটোয়ারী খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। নগরীর টিঅ্যান্ডটি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ৮ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে। খুলনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হোসেন বাবু জানান, মামলাটি ছিলো গায়েবি ও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ।

আরও পড়ুন: বিএনপি নেতাদের জামিনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই: আখাউড়ায় আইনমন্ত্রী

/এম ই

Exit mobile version