Site icon Jamuna Television

মঞ্চের সামনের চেয়ে উপরে এত নেতা কেন, মঞ্চ ভাঙার পর বক্তব্যে ওবায়দুল কাদের

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতাকর্মীরা। এরপর আবারও বক্তব্য দেন ওবায়দুল কাদের। বলেন, মঞ্চের সামনের চেয়ে উপরে এত নেতা কেন!

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময়, হঠাৎই ভেঙে পড়ে মঞ্চ। অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় মঞ্চে থাকা দলের কয়েকজন নেতাকর্মী আহত হন।

মঞ্চ ভেঙে পড়ার কিছুক্ষণ পর আবারও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এতো নেতা দরকার নেই। যেকোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের উপরে লোকের সংখ্যা বেশি হয়। এতো নেতা কেন?

জানা গেছে, ২০-৩০ জনের ধারণক্ষমতা আছে যে মঞ্চের সেখানে দেড় থেকে দুইশো নেতাকর্মী জায়গা করে নেন। কোনো শৃঙ্খলা না মেনে অনেক বেশি নেতাকর্মী মঞ্চে উঠে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মঞ্চ ভাঙার পর উঠে দাঁড়িয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মনোবল যুগিয়ে র‍্যালির উদ্বোধনও করেন ওবায়দুল কাদের।

/এম ই

Exit mobile version