Site icon Jamuna Television

ঢাবিতে ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে আটজন আহত

ছাত্রলীগের আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন।

আহতরা হলেন: ১. ডা. জামাল উদ্দিন চৌধুরী (স্বাচিপ-সভাপতি), ২. মো. জসিম উদ্দিন (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সদস্য), ৩. মোস্তফা জালাল মহিউদ্দিন (বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য), ৪. শেখ আনিসুজ্জামান রানা (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক), ৫. মো. জাবেদ (বিএমএ’র ইসি মেম্বার), ৬. লিলি (যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক), ৭. সাবরিনা চৌধুরী ও ৮. বরিকুল ইসলাম বাধন (বঙ্গবন্ধু হলের সাবেক ছাত্রলীগের সভাপতি)।

উল্লেখ্য, শুক্রবার (৬ জানুয়ারি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আলোচনা সভায় এই দুর্ঘটনাটি ঘটে। মঞ্চে এ সময় বক্তব্য দিচ্ছিলেন ওবায়দুল কাদের। এ সময় হঠাৎই স্টেজটি ভেঙে পড়ে। এতে ওবায়দুল কাদেরসহ স্টেজে উপস্থিত সকলেই পড়ে যান।

আরও পড়ুন: মঞ্চের সামনের চেয়ে উপরে এত নেতা কেন, মঞ্চ ভাঙার পর বক্তব্যে ওবায়দুল কাদের

/এম ই

Exit mobile version