Site icon Jamuna Television

চিলিতে নদীতে আটকে পড়া কুকুর উদ্ধার হলো ৪ দিন পর

হারিয়ে যাওয়ার চার দিন পর উদ্ধার করা হয়েছে খরস্রোতা নদীতে আটকে পড়া একটি কুকুরকে। এ ঘটনা ঘটেছে লাতিন আমেরিকার দেশ চিলিতে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) হুয়ালপেন নদীর একটি খাড়া পাথরের উপর থেকে কুকুরটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসকর্মীরা। একজন কর্মী জানান, নদীতে প্রচুর পরিমাণে শিলা পাথর থাকায় কুকুরটিকে উদ্ধার করতে বেশ কষ্ট হয়েছে। কুকুরটিকে জালে জড়িয়ে রশি দিয়ে নৌকায় তোলেন উদ্ধারকর্মীরা। পরবর্তীতে নৌকায় করে নিয়ে যাওয়া হয় পাড়ে। ঠান্ডা আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়ে পোষা প্রাণীটি। তাই উদ্ধার শেষে নৌবাহিনীর সহযোগীতায় কুকুরটিকে নেয়া হয় পশু চিকিৎসা কেন্দ্রে।

এটিএম/

Exit mobile version