Site icon Jamuna Television

কিমের পর উত্তর কোরিয়ার শাসনভার কে পেতে পারে ? পাওয়া গেল আভাস

উত্তর কোরিয়ার পরবর্তী শাসনভার দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সন্তানদের একজনকে দেয়া হতে পারে বলে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক রুদ্ধদ্বার সংসদীয় কমিটির বৈঠকে উত্তর কোরিয়ার জাতীয় ইন্টেলিজেন্স সার্ভিস জানায়, মেয়ের হাতেই নেতৃত্ব দিতে পারেন কিম। এ কারণে মেয়েকে নিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখলেন কিম। সম্ভবত এর মাধ্যমে আমেরিকাকে কোনো বার্তা দিতে চান। তার পরবর্তী প্রজন্ম যে তৈরি সেটাই জানাতে চাচ্ছেন তিনি।

একই দাবি, প্রতিরক্ষা বিশ্লেষকদের। গত নভেম্বরে ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার সময় মেয়েকে প্রকাশ্যে আনার পর থেকেই আলোচনায় কিম কন্যা। অবশ্য এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানায়নি পিইয়ং ইয়ং।

পরবর্তী নেতৃত্ব তৈরিতে সময় দিচ্ছে উত্তর কোরিয়া। বেশ কিছুদিন ধরেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে পিয়ং ইয়ং। সেই আবহে কিমের মেয়েকে জনসমক্ষে আনাকে তাৎপর্য পূর্ণ মনে করা হচ্ছে। ১৯৪৮ সাল থেকে দেশটিতে ক্ষমতায় রয়েছে কিম পরিবার।

এটিএম/

Exit mobile version