Site icon Jamuna Television

সক্রিয় হয়ে উঠেছে হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরি

আবারও সক্রিয় হয়ে উঠলো হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাওয়া আগ্নেয়গিরি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থেকে লাভা উদগীরন শুরু করে আগ্নেয়গিরিটি। খবর সিএনএনের।

লাল হয়ে আছে বিশাল এলাকা। কালো ধোঁয়া ও ছাইয়ে ঢেকে গেছে চারপাশ। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে বাতাসে। স্থানীয়দের অনেকেই ভুগছেন শ্বাসকষ্ট জনিত সমস্যায়। নষ্ট হয়েছে আশপাশের এলাকার আবাদী ফসল। পরিবেশ দূষণের জেরে অঞ্চলটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় স্থানীয়দের। তবে প্রানহানির কোনো খবর পাওয়া যায়নি। ২০২১ সাল থেকে নিয়মিত বিরতিতে অগ্ন্যুৎপাত করে আসছে কিলাওয়া।

এটিএম/

Exit mobile version