Site icon Jamuna Television

না ফেরার দেশে ইতালিয়ান তারকা ভিয়াল্লি

ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইতালির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়াল্লি। কিংবদন্তি পেলের মৃত্যুর শোক না কাটতেই আরও একবার শোকে কাতর ফুটবল বিশ্ব।

শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই তারকা ফুটবলার। মৃত্যুকালে ভিয়াল্লির বয়স হয়েছিল ৫৯ বছর। এর আগে, ২০১৭ সালে ক্যান্সারে আক্রান্ত হন এই ফুটবলার। চিকিৎসা শেষে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। ইতালির জাতীয় ফুটবল দলের হেড অফ ডেলিগেশন হয়েছিলেন ভিয়াল্লি। ২০২১ সালে ইতালির ইউরো জয়ী দলের অংশ ছিলেন তিনি। কিছুদিন আগে আবারও অসুস্থ হয়ে পড়ায় দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান ভিয়াল্লি।

ইতালির উত্তরাঞ্চলের শহর ক্রেমোনায় ১৯৬৪ সালে জন্মগ্রহবণ করেন জিয়ানলুকা ভিয়াল্লি। সাম্পদোরিয়ার হয়ে দারুণ এক খেলোয়াড়ি জীবন কাটান এই স্ট্রাইকার। সেই সাথে, য়্যুভেন্টাস ও ইংলিশ ক্লাব চেলসির হয়েও মাঠ মাতিয়েছেন ভিয়াল্লি। জাতীয় দলের জার্সিতে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই স্ট্রাইকার।

/এম ই

Exit mobile version