Site icon Jamuna Television

ইরানে হিজাব ইস্যুতে সাংবাদিক গ্রেফতার

ছবি: সংগৃহীত

ইরানে হিজাব ইস্যুতে আবারও গ্রেফতার হলেন এক সাংবাদিক। প্রগতিশীল ইতিমাদ পত্রিকায় কাজ করেন মেহেদি বেইক নামের ওই ব্যক্তি। খবর বিবিসি’র।

শুক্রবার (৬ জানুয়ারি) এক টুইটবার্তায় তার স্ত্রী জানান, তথ্য মন্ত্রণালয়ের এজেন্টরা আটক করে মেহেদিকে। জব্দ করে তার ব্যবহৃত সেলফোন, ল্যাপটপসহ আরও কিছু জিনিস। আটকের কারণ জানানো হয়নি। তবে, সম্প্রতি হিজাব ইস্যুতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দু’জনের পরিবারের সাক্ষাৎকার নেয়ার জেরেই বন্দি করা হয় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মেহেদির সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। এই নিয়ে এক সপ্তাহে তিন সাংবাদিক গ্রেফতার হলেন দেশটিতে।

চলমান আন্দোলনে এ পর্যন্ত আটক করা হয় ৭৩ গণমাধ্যমকর্মীকে। গত সেপ্টেম্বরে হিজাব ইস্যুতে আটক মাহশা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুকে ঘিরে আন্দোলন ছড়িয়ে পড়ে ইরানে।

/এনএএস

Exit mobile version