Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ৬ বছর বয়সী ছাত্রের গুলিতে শিক্ষিকা আহত

ছবি: সংগৃহীত

ক্লাস চলাকালে শিক্ষিকাকে গুলি করে আহত করলো ছয় বছর বয়সী শিক্ষার্থী। শুক্রবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এ ঘটনায় হতবাক গোটা দেশ। খবর আল জাজিরা’র।

পুলিশ জানায়, অভিযুক্ত ওই ছাত্র প্রথম শ্রেণিতে পড়াশুনা করে। ঘটনার আগ মুহুর্তে ক্লাসে শিক্ষিকার সাথে তর্কাতর্কি হয়েছিল তার।

একপর্যায়ে আকস্মিক শট গান বের করে শিক্ষিকাকে তাক করে গুলি ছোঁড়ে সে। এতে গুরুতর আহত হন তিনি। রয়েছে প্রাণ হানির ঝুঁকিও। এ ঘটনায় আর কেউ হতাহতের ঘটনা ঘটেনি। অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে শিশুটির কাছে আগ্নেয়াস্ত্র কীভাবে আসলো সে বিষয়ে এখনো জানায়নি প্রশাসন।

/এনএএস

Exit mobile version