Site icon Jamuna Television

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

আজও (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিণের জেলা চুয়াডাঙ্গায়। গতকালের ৯ ডিগ্রির পর আজ আরও কমে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা।

জানা গেছে, গত কয়েকদিন ধরে জেলাটির ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে শীতের তীব্রতায় অসহনীয় হয়ে উঠেছে চুয়াডাঙ্গার স্বাভাবিক জীবনযাত্রা। দিনভর দেখা মিলছে না সূর্যের। দুপুরের পর কিছুটা ঝিলিক দেখা গেলেও থাকছে না উত্তাপ। ফলে, হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আর তীব্র এ শীতে অসহায় হয়ে পড়েছে স্বল্প আয়ের মানুষ।

চুয়াডাঙ্গার ৪ উপজেলার অসহায় শীতার্ত মানুষদের মাঝে ২১ হাজার কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। আরও কম্বল চেয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে।

এদিকে তীব্র শীতে হাসপাতালগুলোতে কয়েকগুণ বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর সাথে যোগ হয়েছে ঘন কুয়াশা ও ঠান্ডা হাওয়া। যার প্রভাবে তীব্র শীত অনুভূত হচ্ছে।

এএআর/

Exit mobile version