Site icon Jamuna Television

আবারও ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

আবারও মামলায় জড়ালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার এক সহকর্মী দায়ের করেন এই মামলা। খবর নিউ ইয়র্ক টাইমস’র।

এজহারে উল্লেখ করা হয়, ২০২১ এর ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবেই উস্কানি দিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর, ফলাফল মানতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তার এক ভাষণের পরই ক্যাপিটাল হিলে নজিরবিহীন তাণ্ডব চালায় ট্রাম্পের অনুসারীরা। দাঙ্গা-হাঙ্গামায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত প্রায় সাড়ে ৯শ’ জনকে আটক করা হয়েছে। সহিংসতায় জড়িত আরও অন্তত ৩শ’ জনকে শনাক্তের চেষ্টা করছে এফবিআই।

এদিকে, সেদিনের ঘটনায় সাহসী ভূমিকা রাখা নিরাপত্তা কর্মীদের পুরস্কৃত করেছে বাইডেন প্রশাসন। শুক্রবার ১৪ জনকে দেয়া হয় সাহসিকতার মেডেল।

/এনএএস

Exit mobile version